মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ৬


প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৪ এপ্রিল ২০১৫

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার কুয়ালালামপুর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে এ ঘটনা ঘটে।  খবর সিনহুয়া।

খবরে বলা হয়েছে, কাজাং জেলার জালান লালাং এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিও রয়েছেন।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, নিহতদের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের এক মিত্রও রয়েছেন। হেলিকপ্টারের যাত্রীরা কুনতানে নাজিব রাজাকের মেয়ের বিয়ের অনুষ্ঠান শেষে ফিরছিলেন।

বেসামরিক বিমান কর্তৃপক্ষের মহাপরিচালক আজহারউদ্দিন আব্দুল রহমান জানান, হেলিকপ্টারটিতে কতজন লোক ছিল তা এখনো নিশ্চিত নয়। এছাড়া দুর্ঘটনার কোনো কারণ উল্লেখ করা হয়নি।

হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর স্থানীয় সময় বিকেল ৫টায় ফায়ার সার্ভিস ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মীরা সেখানে পৌছান।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।