ইয়েমেনে সৌদি আগ্রাসন কাণ্ডজ্ঞানহীন : রুহানি


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২১ এপ্রিল ২০১৫

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ইয়েমেনে সৌদি আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছেন, এ অঞ্চলে নিজের লক্ষ্যগুলো বাস্তবায়নে ব্যর্থ হওয়ার কারণেই ইয়েমেনে হামলা চালাচ্ছে রিয়াদ। এশিয়া-আফ্রিকা সম্মেলনে যোগ দেয়ার জন্য ইন্দোনেশিয়ার উদ্দেশে তেহরান ত্যাগের প্রাক্কালে তিনি এ মন্তব্য করেন।

হাসান রুহানি ইয়েমেনে সৌদি হামলাকে কাণ্ডজ্ঞানহীন পদক্ষেপ হিসেবে অভিহিত করে বলেন, একটি দরিদ্র দেশের অবকাঠামো ধ্বংস করা এবং শিশু, নারী ও পুরুষদের হত্যা এ ছাড়া অন্য কী অর্থ থাকতে পারে যে সৌদি সরকার তার ভারসাম্য হারিয়েছে?

তিনি বলেন, রিয়াদ ইরাক, সিরিয়া, লেবানন ও উত্তর আফ্রিকায় তার আশাগুলো পূরণে ব্যর্থ হয়েছে এবং এখন এ অঞ্চলের আরও একটি দেশে বোমা ফেলে নিজের ব্যর্থতাগুলো পুষিয়ে নেয়ার চেষ্টা করছে।

জনাব রুহানি সৌদি হামলার কঠোর নিন্দা জানাতে এবং ইয়েমেন সংকট সমাধানে জাতিসংঘে উত্থাপিত ইরানি প্রস্তাবকে সমর্থন দিতে বিশ্ব-সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

রুহানি ইয়েমেনে অবিলম্বে যুদ্ধ-বিরতি প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেছেন, ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ কোনো ফল বয়ে আনবে না এবং দেশটির সংকট কেবল স্থানীয় রাজনৈতিক দলগুলোর সংলাপের মাধ্যমেই সমাধান হতে পারে।

ইয়েমেন সংকট সমাধানের লক্ষ্যে ইরান গত সপ্তাহে জাতিসংঘে চার দফার একটি প্রস্তাব পাঠিয়েছে। পরমাণু বিষয়ে ছয় জাতি গ্রুপের সঙ্গে ইরানের একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হলে তা সব দেশের জন্যই কল্যাণকর হবে বলে ইরানের প্রেসিডেন্ট মন্তব্য করেছেন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।