মন্ত্রীর সম্মান ফিরিয়ে দিলেন রামদেব
ভারতের জনপ্রিয় যোগগুরু রামদেবকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা গ্রহণের প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু তিনি সেটা ফিরিয়ে দিয়েছেন।
সম্প্রতি রামদেবকে ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানার বিজেপি সরকার। কিন্তু বুধবার সেটি ফিরিয়ে দিয়েছেন যোগগুরু। বলেছেন, তিনি মন্ত্রিত্ব চান না, বাবা ও ফকির-ই থাকতে চান।
বুধবার দিল্লি থেকে প্রায় ৬০ কি.মি দূরে রাই-য়ে যোগগুরুকে সম্মান জানাতে অনুষ্ঠানের আয়োজন করেছিল হরিয়ানা সরকার। সেখানেই তাদের প্রস্তাব ফিরিয়ে রামদেব বলেন, আমাকে এই সম্মান অর্পণ করার সিদ্ধান্ত নেওয়ায় আপনাদের অনেক ধন্যবাদ। কিন্তু অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছি, বাবা বা ফকির হয়ে থেকেই আপনাদের সেবা করে যেতে চাই।
তবে তিনি যোগা ও আয়ুর্বেদের প্রচারে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়ে দিয়েছেন।
এদিকে সম্প্রতি পুত্র সন্তান জন্ম দেওয়ার গ্যারান্টি দিয়ে ওষুধ বিক্রি করার ঘোষণা দিয়ে বিতর্ক জন্ম দিয়েছেন বাবা রামদেব! বাবার দিব্য ফার্মেসি জোর কদমে তাদের আয়ুর্বেদিক ওষুধ ‘পুত্রজীবক বীজ’ বিক্রিতে ব্যস্ত। এই ওষুধের সঙ্গেই আর একটি ওষুধ বিক্রি করছে দিব্য ফার্মেসি। নাম ‘শিবলিঙ্গ বীজ’। এর মধ্যে রয়েছে ‘পুত্রজিবা রক্সাবুর্ঘি’। আয়ুর্বেদ মতে এই ওষুধটি নাকি বন্ধ্যাত্ব রোধক এবং কামোদ্দীপক।
যদিও ‘পুত্রজীবক বীজ’ ওষুধটির মোড়কে নির্দিষ্ট করে লেখা নেই যে পুত্রসন্তান লাভের জন্য এই ওষুধ কার্যকরী। তবে এর নামটি থেকেই স্পষ্ট এই ওষুধ বিক্রির মূল লক্ষ্য কী। বিভিন্ন যে ওয়েবসাইট গুলির মাধ্যমে রামদেবের কোম্পানির বিশেষ প্রোডাক্টগুলো বেচা হয় তারাও এই এক দাবিই করেছে।
এলএ/পিআর