ভূমিকম্পে নেপালে নিহত ১


প্রকাশিত: ০৮:০৫ এএম, ২৫ এপ্রিল ২০১৫

শনিবার দুপুর সোয়া ১২টা থেকে নেপালে এ পর্যন্ত ১০ বার ভূকম্পন অনুভূত হয়েছে নেপাল। ভূকম্পনে মৃত্যু হয়েছে ১৫ বছরের এক কিশোরীর।

নেপালের বিভিন্ন জায়গায় ভূকম্পনের বিধ্বংসী চেহারা দেখা যাচ্ছে। জনজীবন বিপর্যস্ত। কম্পন অনুভূত হতেই বাইরে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। তবে তার আগেই ভেঙে পড়ে বহুতল। ফাটল ধরে রাস্তায়। আহত হয়েছেন বহু মানুষ। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। জোরকদমে কাজ করছে উদ্ধারকারী দল। নেপালের ধারা টাওয়ারে প্রায় ৪০০ জন আটকে রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

ইতিমধ্যে নেপালের প্রেসিডেন্ট রাম বরণ যাদবের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তিনি।

#ভূমিকম্পে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি (ভিডিও)

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।