ফের ভূমিকম্পের সম্ভাবনা : ভারতীয় পত্রিকা
আবারও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার দুপুরে উপমহাদেশজুড়ে শক্তিশালী মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর এ সম্ভাবনার কথা জানায় ভারতের জিনিউজ। জিনিউজ থেকে জানানো হয়, ভারতে স্থানীয় সময় বিকেল ৩টা নাগাদ এ ভূমিকম্প হতে পারে।
এর আগে উপমহাদেশজুড়ে শনিবার দুপুরে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেপালে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৯ মাত্রা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে ৪৯ কিলোমিটার উত্তরপশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীর থেকে এর উৎপত্তি।
আমেরিকার ভূতাত্বিক জরিপ অধিদফতর থেকে জানানো হয়, স্থানীয় সময় বেলা ১১টা ৫৬ মিনিটে ভূমিকম্পটি প্রথম আঘাত হানে। ভূমিকম্পে নেপালে মৃত্যু হয়েছে ১৫ বছরের এক কিশোরীর। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এছাড়া নেপালের বিভিন্ন জায়গায় বিধ্বংসী চেহারা দেখা যাচ্ছে। জনজীবন বিপর্যস্ত। কম্পন অনুভূত হতেই বাইরে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। তবে তার আগেই ভেঙে পড়ে বহুতল। ফাটল ধরে রাস্তায়। আহত হয়েছেন বহু মানুষ।
বিএ/আরআই