ভূমিকম্পে লণ্ডভণ্ড নেপাল (ভিডিও)


প্রকাশিত: ০৯:১২ এএম, ২৫ এপ্রিল ২০১৫

উপমহাদেশজুড়ে শনিবার দুপুরে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেপালে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৯ মাত্রা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে ৪৯ কিলোমিটার উত্তরপশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীর থেকে এর উৎপত্তি।

আমেরিকার ভূতাত্বিক জরিপ অধিদফতর থেকে জানানো হয়, স্থানীয় সময় বেলা ১১টা ৫৬ মিনিটে ভূমিকম্পটি প্রথম আঘাত হানে। ভূমিকম্পে নেপালে মৃত্যু হয়েছে ১৫ বছরের এক কিশোরীর। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়া নেপালের বিভিন্ন জায়গায় বিধ্বংসী চেহারা দেখা যাচ্ছে। জনজীবন বিপর্যস্ত। কম্পন অনুভূত হতেই বাইরে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। তবে তার আগেই ভেঙে পড়ে বহুতল। ফাটল ধরে রাস্তায়। আহত হয়েছেন বহু মানুষ।

দেখুন ভিডিওতে...








বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।