নাইজেরিয়ায় ফের বোকো হারামের দখলে মার্তে শহর
নাইজেরিয়ার মার্তে শহর পুনরায় দখলে নিয়েছে জঙ্গি সংগঠন বোকো হারাম। শুক্রবার শহরটি তারা পুনরায় তারা দখলে নেয় বলে জানান স্থানীয় নেতা ইমামু হাবীব।
তিনি বলেন, দুই হাজারেরও বেশি জঙ্গি বৃহস্পতিবার বিভিন্ন দিক থেকে এসে সৈন্যদের ওপর হামলা চালায়। সারারাত এবং পরদিন সকাল পর্যন্ত সৈন্যদের সঙ্গে তাদের যুদ্ধ চলে। একপর্যায়ে শত শত সৈন্য পালাতে বাধ্য হয়।
স্থানীয় যোদ্ধা শেহু দান বাইবা বলেন, শহর নিয়ন্ত্রণে নিতে বোমা ও ট্যাংক নিয়ে সশস্ত্র দুই হাজারেরও বেশি জঙ্গি হামলা চালায়। তারা বিনা বাঁধায় এসব অস্ত্র ব্যবহার এবং বেশ কিছু লোককে হত্যা করেন।
বোকো হারাম বোর্নো রাজ্যের মার্তে শহরটি তৃতীয়বারের মতো নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছে। তাদের গত ছয় বছরের জঙ্গি তৎপরতার মূল যুদ্ধক্ষেত্র এটি। তাদের জঙ্গি তৎপরতায় ১৩ হাজারেরও বেশি লোক নিহত ও ১৫ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। গত কয়েক সপ্তাহে নাইজেরিয়ান সেনাবাহিনী যে কয়েকটি শহরের পুনরায় নিয়ন্ত্রণ নেয় মার্তে ছিল তার অন্যতম।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন সিনিয়র রাজনীতিবিদ বোকো হারামের মার্তে শহর পুনর্দখলের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সেনাবাহিনী মার্তে শহরে হামলার কথা স্বীকার করলেও তা বোকো হারামের নিয়ন্ত্রণে পুনরায় চলে যাওয়ার কথা অস্বীকার করেছেন। তারা সেনাবাহিনীর পিছু হটাকে একটি কৌশল হিসেবে বর্ণনা করেছেন।
একে/আরআই