টোগোয় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু


প্রকাশিত: ১১:৫০ এএম, ২৫ এপ্রিল ২০১৫

টোগোয় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এবারের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ফাউরি নাসিংবে ও বিরোধী নেতা জ্যাঁ-পিয়েরে ফেবরির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। নাসিংবে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পশ্চিম আফ্রিকার এ দেশটিতে গ্রিনিচ সময় ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর ৯ হাজার সদস্য সারাদেশে টহল দিচ্ছে। সামগ্রিক নিরাপত্তার জন্য রোববার সকাল পর্যন্ত দেশটির স্থল সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে।

২০০৫ সালে বাবা নাসিংবে ইয়াদেমার মৃত্যুর পর ফাউরি নাসিংবে (৪৫) দেশটির ক্ষমতায় আসেন।

নির্বাচন উপলক্ষে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার গ্রিনিচ সময় ২১টা থেকে রোববার গ্রিনিচ সময় ৬টা পর্যন্ত স্থল সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার।

বার্তা সংস্থা এএফপি’র সংবাদদাতারা জানান, শুক্রবার রাজধানী লোমের বিভিন্ন রাস্তায় সামরিক বাহিনীর সাঁজোয়া যান টহল দিতে দেখা গেছে।

২০১০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নাসিংবে ৬০ দশমিক ৮৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। আর ফেবরি পেয়েছিলেন ৩৩ দশমিক ৯৩ শতাংশ ভোট।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।