পাকিস্তানে মানবাধিকার কর্মীকে গুলি করে হত্যা
পাকিস্তানের করাচিতে দেশটির শীর্ষ স্থানীয় এক মানবাধিকার কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বেলুচিস্তান প্রদেশে নির্যাতনের অভিযোগ নিয়ে এক বৈঠকের পর তাকে গুলি করে হত্যা করা হয়। শনিবার বার্তা সংস্থা এএফপি’র খবরে এ কথা বলা হয়েছে।
মায়ের সঙ্গে বাড়িতে যাওয়ার সময় সাবিন মেহমুদ বন্দুক হামলায় নিহত হন। এর আগেও তাকে একাধিকবার হত্যার হুমকি দেয়া হয়েছিল।
সাবিন মেহমুদের হত্যার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। মেহমুদ দাতব্য প্রতিষ্ঠান দ্য সেকেন্ড ফ্লোরের একজন পরিচালক ছিলেন। প্রতিষ্ঠানটি টি২এফ নামেও পরিচিত।
টি২এফ মানবাধিকার বিষয়ে নিয়মিত সেমিনার করে থাকে। সেখানে একটি ক্যাফে ও একটি বইয়ের দোকান রয়েছে। করাচির উদারপন্থী মানবাধিকার কর্মী ও শিক্ষার্থীরা সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকেন।
বেলুচিস্তানে নিপীড়ন, নির্যাতন নিয়ে ওই সেমিনার টি২এফে অনুষ্ঠিত হয়। লাহোরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেমিনারটি বাতিল করায় এটি সেখানে অনুষ্ঠিত হয়। লাহোরে কয়েক সপ্তাহ ধরে সেমিনারটি হওয়ার কথা ছিল।
বৈঠক থেকে বেরিয়ে আসার পরপরই মেহমুদ ও তার মা বন্দুক হামলার শিকার হন। হাসপাতালে নেয়ার পথে মেহমুদ মারা যান। তার মা মারাত্মকভাবে আহত হন।
উল্লেখ্য, তালেবান জঙ্গি, বালুচ বিচ্ছিন্নতাবাদী ও অন্যান্য গ্রুপ ইরান সীমান্তবর্তী বেলুচিস্তানে লড়াই করছে।
একে/আরআই