প্রেসার কুকারে সেদ্ধ হলো আস্ত মানুষ


প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ৩০ এপ্রিল ২০১৫

সেদ্ধ হওয়ার কথা টুনা মাছের। কিন্তু তার সাথে সেদ্ধ হয়ে গেলেন আস্ত একজন মানুষ।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সান্টা ফে স্ফ্রিংসের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করতেন হোসে মেলেনা। ৩৫ ফুটের দানবাকৃতির এক প্রেসার কুকারে সেদিনও প্রস্তুতি চলছিল ৫ টন টুনা মাছে সেদ্ধ করার। তার আগেই রক্ষণাবেক্ষণের কাজে সেই বিরাট প্রেসার কুকারে নেমেছিলেন মেলেনা। এদিকে আরেক সহকর্মী সেটা না জেনেই মুখটা বন্ধ করে দিয়ে চালিয়ে দিলেন প্রেসার কুকার। দু` ঘণ্টা ধরে ২৭০ ডিগ্রি তাপে সেদ্ধ হয়ে গেলেন মেলেনা।

কাজ শেষে মেলেনাকে খুঁজে না পেয়ে অবশেষে প্রেসার কুকার থেকে ৫ টন টুনা মাছের সঙ্গে মিললো ঝলসানো মেলেনাকেও।

এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তবে তাতেই রক্ষা হয়নি। পুলিশ আটক করেছে এর ম্যানেজারকে, নিরাপত্তায় অবহেলার কারণে।

এসআরজে

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।