নেপালের জন্য ফেসবুক ব্যবহারকারীদের সহায়তা


প্রকাশিত: ১২:১৯ পিএম, ০১ মে ২০১৫

গত শনিবারের (২৭ এপ্রিল) ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপাল। এখন পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও হাজার হাজার। ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন এখনো অনেক। আর সময় যতই গড়াচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা। যারা বেঁচে আছেন তারাও ভুগছেন খাদ্য, চিকিৎসা, আবাসন সঙ্কটে। এদের সহায়তায় বিশ্বের বিভিন্ন দেশ এগিয়ে আসছে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীরাও।

দেশটিতে ৮১ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে দুর্গতদের সহায়তায় মাত্র দুই দিনে এক কোটি মার্কিন ডলার সাহায্য তুলেছে ফেসবুক ব্যবহারকারীরা। বৃহস্পতিবার বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকাজে সহায়তায় ফেসবুক নিজেও অতিরিক্ত দুই মিলিয়ন ডলা সহায়তা দেবে।

সামাজিক মাধ্যমটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বিষয়টি নিশ্চিত করেছেন। নেপালে ভূমিকম্পের পরপরই দুর্গতদের সহায়তায় ফেসবুক ব্যবহারকারীদের উৎসাহিত করে মাধ্যমটিতে একটি মেসেজ দেওয়া হয়।

প্রধান নির্বাহী তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্টে বলেন, ফেসবুক নিউজ ফিডের সব ওপরে মেসেজটি দেখার পর ভূমিকম্প কবলিতদের সহায়তা দান করেছে ৫ লাখেরও বেশি ব্যবহারকারী।

জাকারবার্গ তার পোস্টে লিখেছেন, জনগণের দুঃসময়ে সহায়তা করতে ফেসবুক সম্প্রদায়ের এগিয়ে আসার বিষয়টি উৎসাহমূলক। নেপালে ভূমিকম্পে দুর্গতদের সহায়তা করতে পেরে আমরা কৃতজ্ঞ।

উল্লেখ্য, নেপালে গত শনিবার রিকটার স্কেলে ৭ দশমিক ৯ মাত্রার তীব্র ভূমিকম্প আঘাত হানে। এতে এ পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছয় হাজার। তবে এর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।