শীর্ষ সন্ত্রাসী আলম জেব গ্রেফতার
পাকিস্তানের শীর্ষ সন্ত্রাসী ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-জঙ্গি এর সক্রিয় সদস্য আলম জেবকে গ্রেফতার করেছে পুলিশ।
পাকিস্তানের আট পুলিশ খুনের আলোচিত ঘটনার সাথে আলম জেবের সম্পৃক্ততা আছে বলে ধারনা করা হয়। এর পূর্বে আলম জেবের মাথার মূল্য ৩০ লাখ রূপি ঘোষণা করে পাকিস্তান সরকার।
জানা যায় পাকিস্তানের প্রদেশ বেলুচিস্থানের লাসবেলা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রাবাস থেকে গ্রেফতার করা হয় এই ভয়ংকর সন্ত্রাসীকে।
আএএইচ/এলএ/আরআই