ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৪


প্রকাশিত: ১০:১১ এএম, ০৬ মে ২০১৫

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিধসে চারজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরো ৯ জন নিখোঁজ রয়েছেন। বুধবার এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, মঙ্গলবার পাইপলাইন বিস্ফোরণের কারণে ভূমিধসের ঘটনা ঘটে। পশ্চিম জাভার একটি গ্রামে বিস্ফোরণের এ ঘটনায় ৮টি বাড়ি ধ্বংস ও গ্রামবাসীরা আটকা পড়েন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপ পূর্ব নাগরোহো জানান, ভূমিধসের ঘটনায় হতাহতদের উদ্ধারে কাজ চলছে।
আরো ভূমিধসের আশঙ্কায় শতাধিক বাসিন্দাকে আশ্রয় শিবিরে নেয়া হয়েছে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।