হিজবুল্লাহ ও আন-নুসরার লড়াইয়ে নিহত ১২


প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৬ মে ২০১৫
ফাইল ছবি

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আন-নুসরা ফ্রন্টের অন্তত ১২ সন্ত্রাসী নিহত হয়েছেন। সিরিয়ার সীমান্তবর্তী লেবাননের পূর্বাঞ্চলে এ সব সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে লেবাননের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-মানার খবর দিয়েছে।

সিরিয়ার পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকার সীমান্তের কাছাকাছি শহর আত-তোফাইল এবং ব্রিতালে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল যুদ্ধ করছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর যোদ্ধারা সন্ত্রাসীদের অনেকগুলো গাড়িও ধ্বংস করেছে।

হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, কৌশলগত কালামাউন এলাকা থেকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএলকে বিতাড়নের প্রস্তুতি নেয়া হচ্ছে।

নিরাপত্তা বাহিনী বলছে, সিরিয়ার সেনাদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধারা একযোগে লেবাননের পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকার পুরো নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্য গ্রহণ করেছে।

এছাড়া, ওই এলাকায় লড়াইয়ের জন্য প্রয়োজনীয় সামরিক প্রস্তুতিও চূড়ান্ত হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।