কোয়ালিশন সরকার গঠন করছেন নেতানিয়াহু


প্রকাশিত: ০২:১২ এএম, ০৭ মে ২০১৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দেশটির নতুন কোয়ালিশন সরকার গঠন করার চুক্তিতে সম্মত হয়েছেন। সাত সপ্তাহ আগে তার লিকুদ পার্টি নির্বাচনে জয় লাভ করলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের ঘাটতি থাকায় তিনি এ জোট গঠনে সম্মত হয়েছেন।

নির্বাচনে জয় লাভের পর নেতানিয়াহুর হাতে ছিল ৫৩ টি আসন। তবে ইসরায়েলে সরকার গঠনে প্রয়োজন ৬১ আসন। তাই বাকি আট আসনের জন্যই তিনি বাধ্য হলেন নতুন জোট গঠন করতে। দেশটির ডানপন্থী দল বায়িত ইয়াহুদি প্রয়োজনীয় সেই ৮টি আসন দিচ্ছে কোয়ালিশন গঠনে।

ডেডলাইনের মাত্র দুইঘন্টা আগে কোয়ালিশন গঠনের এই চুক্তি করেন তিনি। তবে তার ব্যাখ্যা দিয়ে নেতানিয়াহু বলেন, এ আলোচনা ছিল সময়সাপেক্ষ ব্যাপার।

তিনি আরো বলেন, আমি নিশ্চিত কেও আশ্চর্য হবে না এই আলোচনার জন্য সময়ের দরকার ছিল। আমি এখনি প্রেসিডেন্ট ও নেসেটের চেয়ারম্যানকে জানাবো যে আমি সরকার গঠন করতে প্রস্তুত। কারণ ইসরায়েলকে শক্তিশালী ও স্থিতিশীল করতে আগামী সপ্তাহের মধ্যে একটা সরকার গঠন করতে হবে।

১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা নেওয়ার পর চর্তুথবারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু।

বায়িত ইয়াহুদি দলের প্রধান নাফতালি বিন্নিত অবশ্য এর বিনিময়ে বিচার বিষয়ক মন্ত্রণালয় তাদের দলের একজন সংসদ সদস্য দেওয়ার দাবি জানিয়েছে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।