পাপুয়া নিউগিনিতে ৭.১ মাত্রার ভূমিকম্প


প্রকাশিত: ০১:১৩ পিএম, ০৭ মে ২০১৫

পাপুয়া নিউগিনি ও সলোমন দ্বীপপুঞ্জে বৃহস্পতিবার ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ দুর্যোগে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক (ইউএসজিএস) জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি পাপুয়া নিউগিনির (পিএনজি) পাপগুনা দ্বীপপুঞ্জের দক্ষিণপশ্চিমে ও সলোমনের রাজধানী হরিয়ানা থেকে ৬৪২ কিলোমিটার দূরবর্তী এলাকায় গ্রিনিজ মান সময় ০৭১০ টায় ভূপৃষ্ঠের ২৩ দশমিক ২ কিলোমিটার (১৪.৪ মাইল) গভীরে আঘাত হানে।

ইউএজিএসের প্রাথমিক রিপোর্টে জানানো হয়, ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির গভীরতা ছিল ২২ কিলোমিটার। পড়ে আরো শক্তিশালী হয়ে পাপুয়া নিউগিনিতে (পিএনজি) ছড়িয়ে পড়ে।

প্রশান্ত মহাসাগরীয় দুর্যোগ সতর্ক কেন্দ্র (দি প্যাসিফিক সুনামি ওয়ানিং সেন্টার) জানিয়েছে, উপকূলে তিনশো কিলোমিটার উচ্চতাসম্পন্ন ঝুকিপূর্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হলেও এতে কোনো সুনামির আশঙ্কা নেই।

জিওসাইন্স অস্ট্রেলিয়ার জ্যেষ্ঠ নৃতাত্ত্বিক জোনাথান বাঠগেট এএফপিকে জানিয়েছেন, নিকটবর্তী এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

তিনি জানান, উপকূলীয় বিক্ষিপ্ত জনবসতিপূর্ণ এলাকায় ছোটখাট সুনামির প্রবণতা রয়েছে। তবে আকস্মিকভাবে তা বড় আকারে প্রবাহিত হতে পারে।

পিএনজি জিওফিজিক্যাল অবজারভেটরির মরেসবাই বন্দরের খৃস ম্যাককি জানিয়েছেন, বড় ক্ষয়ক্ষতির তথ্য জানা না গেলেও এটি উপকূলের অনেক দূরবর্তী এলাকায় ছড়িয়ে পড়ে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।