নারীর গর্ভযন্ত্রণায় জরুরি অবতরণ বিমানের


প্রকাশিত: ০৩:২০ পিএম, ০৭ মে ২০১৫

বিমান যখন মাঝ আকাশে, তখনই গর্ভযন্ত্রণা ওঠে ফিলিপিন্সের এক নারীর। তার জন্য, ভারতের চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় কাতার এয়ারওয়েজের একটি বিমান। বিমানবন্দর সূত্রের খবর, বিমানটিতে কাতার থেকে থাইল্যান্ডে যাচ্ছিলেন ৩৬ বছর বয়সী ওই নারী।

বিমান যখন চেন্নাইয়ের আকাশসীমায়, গর্ভযন্ত্রণা অনুভব করেন ফিলিপিন্সের ওই রমণী রয়নিন। রক্তক্ষরণও শুরু হয়। তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিকের সঙ্গে যোগাযোগ করেন বিমানচালক।

সবুজসংকেত পেয়ে বেলা আড়াইটে নাগাদ চেন্নাই বিমানবন্দরে অবতরণ করে কাতার এয়ারওয়েজের এই বিমানটি। মেডিকেল টিম তৈরিই ছিল।

বিমানটি নামার পরপরই ওই বিদেশি রমণীকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। কিছুক্ষণ পর থাইল্যান্ডের ফুকেটের উদ্দেশে রওনা দেয় বিমানটি।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।