এশিয়ার দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মোদির


প্রকাশিত: ১১:২২ এএম, ১৯ মে ২০১৫

পৃথিবীকে নতুনভাবে গড়তে এশিয়ার সমস্ত দেশেগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রিদেশীয় সফর শেষে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার রাজধানী সিওলে ষষ্ঠ এশিয়া লিডারশিপ কনফারেন্স-এ তিনি এ আহ্বান জানান।

নরেন্দ্র মোদি বলেন, পৃথিবীকে নতুনভাবে গড়তে সকল এশিয়বাসীকে এক হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এর মাধ্যমেই রাষ্ট্রপুঞ্জসহ বিশ্বব্যাপী প্রতিষ্ঠানিক শাসনকার্যের সংস্কার সম্ভব। যদি গোটা এশিয়া ঐক্যবদ্ধ হয় তাহলে এশিয়া আর আঞ্চলিক মহাদেশ হিসেবে সীমাবদ্ধ থাকবে না।

এ সময় প্রতিদ্বন্দ্বিতা ছেড়ে এশিয়ার দেশগুলিকে ঐতিহ্য, তারুণ্য, শক্তির আদান-প্রদানের পরামর্শও দেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, এশিয়াকে সমৃদ্ধময় একটি মহাদেশ হিসেবে দেখতে চায় ভারত। যেখানে একদেশের সাফল্য অন্য দেশের সম্পদ বা শক্তি হয়ে দাঁড়াবে।

মোদি আরো বলেন,  ভারতের সাফল্য এশিয়ারই সাফল্য এবং তা এশিয়ার স্বপ্ন পূরণেই সাহায্য করবে। এশিয়ার অনেক দেশই রয়েছে যারা আর্থিক দিক থেকে বেশ শক্তিশালী, এই সমস্ত দেশের উচিত যে সমস্ত দেশ আর্থিক দিক দিয়ে পিছিয়ে তাদের পাশে দাঁড়ানো।

এশিয়া মহাদেশের প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি সমস্ত দেশের এই দায়বদ্ধতাটুকু থাকা উচিত বলে মনে করেন ভারতের এই প্রধানমন্ত্রী।

এসকেডি/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।