দূষণে লেকের পানিতে জ্বলে উঠলো আগুন!


প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১৯ মে ২০১৫

জলাশয়ের পানিতে নানা বর্জ্য ফেলার কারণে পানি দূষণ বাংলাদেশের মতো ভারতেও একটি সাধারণ ঘটনা। কিন্তু ব্যাঙ্গালুরুতে দেখা গেল চূড়ান্ত মাত্রার দূষণের এক অভিনব প্রতিক্রিয়া।

শহরের ইয়ামলুর লেকের পানিতে জ্বলে উঠল আগুন। বাসিন্দাদের দাবি সোমবার রাতে প্রায় এক ঘণ্টা ধরে আগুন জ্বলতে দেখা গেছে।

বিশেষজ্ঞদের মতে দূষণের ফলে এই ঘটনা ঘটতেই পারে। বিভিন্ন সার্ভিস স্টেশন বা গ্যারেজ থেকে ভেসে আসে পেট্রোল, ডিজেল। এগুলিই ভাসতে থাকে লেকের জলে। কোনোভাবে তাতে আগুন ধরেই জ্বলতে শুরু করেছে।

বেঙ্গালুরুর লেকগুলিকে দূষণমুক্ত করার জন্য বারবার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। এ ঘটনার পর দ্রুত জরুরী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে দূষণ নিয়ন্ত্রক বোর্ডের পক্ষ থেকে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।