ভারতে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৪ এএম, ২৭ জুলাই ২০১৭

দুই হাজার টাকার নোট ছাপানো আপাতত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। সম্প্রতি লাইভমিন্ট-এর একটি প্রতিবেদনে এ খবরটি প্রকাশিত হয়েছে। সূত্র আনন্দবাজার।

ব্যাংক সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, আগামী মাসেই বাজারে আসছে ২০০ টাকার নতুন নোট। এ লক্ষ্যে চলছে জোর প্রস্তুতি।

প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, নতুন এই নোট বাজারে এলেই আপাতত ২০০০ টাকার নোট ছাপা বন্ধ রাখা হবে।

উল্লেখ্য, ভারতে ২০০০ টাকার নোট ছাড়ার এখনও এক বছরও হয়নি। ২০১৬-র নভেম্বরে বিমুদ্রাকরণের পর পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট নিয়ে আসে রিজার্ভ ব্যাংক।সেই সময় ৬৩০ কোটি ১০০০ টাকার নোট বাতিল করা হয়।এর পরিবর্তে এখনও পর্যন্ত ৩৭০ কোটি ২০০০ টাকার নোট ছাপা হয়েছে। যার মূল্য ৭৪০ লক্ষ কোটি টাকা।

অন্যদিকে ১৪০০ কোটি নতুন ৫০০ টাকার নোট ছেপেছে রিজার্ভ ব্যাংক।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।