ফ্রান্স ও জার্মানিতে আশ্রয় পাচ্ছে ২১ হাজার অভিবাসী


প্রকাশিত: ০৩:৪৩ এএম, ১১ জুলাই ২০১৫

গত কয়েক বছর ধরে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে দেশ ছেড়ে পালিয়ে আসা শরণার্থীদের মধ্যে ২১ হাজার জনকে আশ্রয় দেবে ফ্রান্স ও জার্মানি। বৃহস্পতিবার ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজিনিউভি এবং জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মেইজিরি তাদের এ সিদ্ধান্তের কথা জানান।

গত কয়েক বছর ধরে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে সংঘাত চলছে। এর ফলে এসব দেশ থেকে হাজার হাজার শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধপথে ইউরোপে পাড়ি জমাচ্ছে। সাগরপাড়ি দিতে গিয়ে অনেক অভিবাসীর মৃত্যুও হয়েছে।

চলতি বছরে বেশ কয়েকবার ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে কয়েক হাজার অভিবাসীর মৃত্যু হয়। এরপরই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নেতারা এ বিষয়ে আলোচনা শুরু করে। গত মাসে ইইউ নেতারা মোট ৬০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে আগামী  দুবছরের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে ভাগ করে নেয়ার ঘোষণা দেন। তবে ইইউর বেশ কয়েকটি দেশ এ সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছে।

এসআইএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।