চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামে পুকুরে ডুবে জাহেদুল ইসলাম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় বোয়ালখালী উপজেলার খিতাপচর ইউপির চুরাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহেদুলের নিকটাত্মীয় ফোরকান জাগো নিউজকে জানান, বুধবার বাড়ির পাশে অন্য ছেলেদের সঙ্গে খেলার সময় সবার অগোচরে পুকুরে পড়ে যায় সে। অনেক খোঁজার পর বাড়ির লোকজন শিশুটির মরদেহ পুকুরে ভাসতে দেখে তা উদ্ধার করে।
জাহেদুলের বাবা দুলাল মিয়া পেশায় রিকশচালক। দুই ছেলে এক মেয়ের মধ্যে জাহেদুল সবার ছোট। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমজেড/পিআর