যুক্তরাজ্যে করোনায় মৃত্যু ৫০ হাজার ছুঁই ছুঁই

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০২ জুন ২০২০

যুক্তরাজ্যে করোনায় মৃত্যু প্রায় ৫০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, এখন পর্যন্ত দেশটিতে ৪৯ হাজার ৬৪৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে যুক্তরাজ্য। তবে আক্রান্তের সংখ্যায় দেশটির অবস্থান ৫ম।

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন দেশজুড়ে লকডাউন শিথিলের চেষ্টা করছেন। এমন মুহূর্তেই দেশটিতে করোনার ভয়াবহ চিত্র প্রকাশ পেল।

মৃতের সংখ্যা নিয়ে মঙ্গলবার সর্বশেষ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাজ্যে এখন পর্যন্ত প্রায় অর্ধ-লক্ষ মানুষের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত বিশ্বে ২ শতাধিক দেশে প্রাণঘাতী করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। এমনকি লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই করোনার প্রকোপ সবচেয়ে বেশি। এরপরেই রয়েছে পেরু, চিলি এবং মেক্সিকোর মতো দেশগুলো।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৩৩২। এর মধ্যে মারা গেছে ৩৯ হাজার ৪৫ জন। এছাড়া ১ হাজার ৫৫৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনদিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার পর আগের মতোই আবারও দায়িত্ব পালন করছেন তিনি।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।