করোনায় আক্রান্ত বাড়ছে ওমানে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬ এএম, ০৯ জুলাই ২০২০

প্রথমদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে করোনায় আক্রান্তের সংখ্যা কম থাকলেও সাম্প্রতিক সময়ে সংক্রমণ বাড়তে শুরু করেছে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এর মধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। 

ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ জন। অপরদিকে, নতুন করে মৃত্যু হয়েছে ৯ জনের। 

মিডেল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ওমানে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ২০৭। এর মধ্যে মারা গেছে ২৩৩ জন। 

এক সপ্তাহ আগেই সংক্রমণ বেড়ে যাওয়ার বিষয়ে লোকজনকে সতর্ক করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। গত ছয় সপ্তাহে ওমানে সংক্রমণের হার ব্যাপকভাবে বেড়ে গেছে। লোকজনকে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। তারও অনেক পরে ওমানে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। 

গত মার্চ থেকেই লকডাউন জারি করেছে ওমান। তবে গত এপ্রিলে রাজধানীসহ বেশ কিছু এলাকা থেকে লকডাউন ধীরে ধীরে শিথিল করা হয় এবং বাণিজ্যিক বিভিন্ন প্রতিষ্ঠান পুনরায় চালু করা হয়। 
যদিও বিমান এবং স্থল সীমান্ত এখনও বন্ধ রাখা হয়েছে। তবে বিভিন্ন দেশে থাকা ওমানের নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে কিছু ফ্লাইট এখনও চালু রয়েছে। 

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দেখেছে সৌদি আরব। সেখানে এখন পর্যন্ত  ২ লাখ ২০ হাজার ১৪৪ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২ হাজার ৫৯ জন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।