নিউজিল্যান্ডে সৈকতের তীরে ৩৬ তিমির মৃত্যু


প্রকাশিত: ০৪:৩৩ এএম, ০৫ নভেম্বর ২০১৪

নিউজিল্যান্ডের একটি সৈকতের তীরে আটকে পড়ে ৩৬টি পাইলট তিমির মৃত্যু হয়েছে। ২১টিকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দেশটির প্রাণী সংরক্ষণ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তীরে আটকে পড়ার পর স্বেচ্ছাসেবী ও স্থানীয়রা বড় ধরনের উদ্ধার তৎপরতা শুরু করে। তবে শেষ পর্যন্ত ২১টি তিমিকে রক্ষা করা গেছে।

নিউজিল্যান্ডে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। এ ধরনের স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণী দল বেঁধে তীরের দিকে ছুটে আসে কেন, বিজ্ঞানীরা এখনো এর কারণ খুঁজে পাননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।