মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে জয় পেয়েছে বিরোধী রিপাবলিকান পার্টি। সিনেটের একশ` আসনের মধ্যে ৫১টিতে জয় পেয়েছে তারা। আর ক্ষমতাসীন বারাক ওবামার দল ডেমোক্রেট জয় পেয়েছে ৪৪টি আসনে। খবর বিবিসি
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও [হাউস অব রেপ্রিজেনটাটিভ] রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা বাড়তে যাচ্ছে। ৪৩৫টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২১৭টিতে জয় পেয়েছে রিপাবলিকানরা। আর ক্ষমতাসীন ডেমোক্রেট পেয়েছে ১৩৪টি আসন।
মূলত উভয় কক্ষেরই নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে রিপাবলিকানরা। এর ফলে প্রেসিডেন্ট ওবামার মেয়াদের শেষ দুই বছরে রিপাবলিকানদের ক্ষমতা আরো বৃদ্ধি পাচ্ছে। এতে করে দলটি চাইলে ওবামার প্রশাসনের ইতোমধ্যে গৃহীত বিভিন্ন নীতি বাতিল করে দিতে পারবে।
এদিকে, উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এর নতুন নেতা হতে যাচ্ছেন রিপাবলিকান দলের শীর্ষস্থানীয় নেতা সিনেটর মিচ ম্যাককনেল । উল্লেখ্য, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।