লকডাউন চলে গেছে, করোনা নয় : মোদি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২০ অক্টোবর ২০২০

মহামারি করোনাকালে জাতির উদ্দেশে সপ্তমবারের মতো দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘লকডাউন শেষ হলেও করোনা এখনও বিদায় নেয়নি। গত কয়েক মাসে দেশবাসীর চেষ্টায় করোনা পরিস্থিতির অনেকটা লাগাম টানা গেছে। কিন্তু নতুন করে আবারও করোনার সংক্রমণ বাড়তে দেয়া যাবে না।’

দুর্গাপূজা-দিওয়ালি নিয়ে ভারতে চলছে উৎসবের আমেজ। উৎসবের মৌসুমে এসে গাছাড়া দিলে চলবে না বলে সাবধান করে মোদি বলেন, ‘অনেকেই মাস্ক পরছেন না। এতে শুধু নিজেকেই নয়, পরিবারের সবাইকেই বিপদে ফেলছেন। হাত ধোয়া আর মাস্ক পরতে ভুলবেন না। আপনার পরিবারকে আমি সুরক্ষিত দেখতে চাই।’

তিনি আরও বলেন, ‘যতক্ষণ না ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, ততক্ষণ আমাদের ঢিলেমি দেয়া যাবে না। বহু দেশ ভ্যাকসিন আবিষ্কারের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের দেশের বিজ্ঞানীরাও জানপ্রাণ দিয়ে লড়ছেন। অনেকগুলো ভ্যাকসিন নিয়ে কাজ চলছে দেশে। ভ্যাকসিন না আসা পর্যন্ত বিধিনিষেধগুলো মেনে চলবেন।’

ইউরোপ-আমেরিকার চেয়ে ভারতের পরিস্থিতি ভালো দাবি করে বলেন, ‘সুস্থতার হার ভাল। মৃত্যুহার কম। প্রতি ১০ লাখে সাড়ে ৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অথচ ব্রাজিল-আমেরিকায় তা ২৫ হাজার। ভারতে প্রতি ১০ লাখে মৃত্যুহার ৮৩ হলেও ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো বহু দেশে কিন্তু তা ছয় শতাধিক।

এসএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।