কাবুলে ন্যাটোর মহাসচিব


প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৬ নভেম্বর ২০১৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছেন ন্যাটোর নতুন সেক্রেটারি জেনারেল জেনস স্টোলেনবার্গ। গত মাসে ন্যাটোর প্রধান নির্বাচিত হওয়ার পর আফগানিস্তানে এটাই প্রথম সফর নরওয়ের সাবেক এই প্রধানমন্ত্রীর।

কাবুলে পৌঁছে আফগান সৈন্যদের একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন স্টোলেনবার্গ। এ সময় তিনি সৈন্যদের উদ্দেশে ভাষণও দেন। আফগানিস্তান থেকে ন্যাটো সৈন্য প্রত্যাহার করলেও স্থানীয় সৈন্যদের প্রশিক্ষণের জন্য বেশ কিছু সৈন্য দেশটিতে থাকবে বলে জানান ন্যাটোর প্রধান।

আফগান সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রায় সাড়ে ১২ হাজার (বেশিরভাগ মার্কিন) সৈন্য থেকে যাবে আফগানিস্তানে। এক বিবৃতিতে ন্যাটো বলেছে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন মহাসচিব। ন্যাটো-আফগানিস্তান পারস্পারিক সহযোগিতা নিয়েই তারা আলাপ করবেন।- বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।