চিলিতে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১০ জানুয়ারি ২০২১

চিলিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকালে দেশটির ইকিকি শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬।

ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে কীনা সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ইকিকি থেকে ৫৫৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৯টার দিকে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ১৯০ কিলোমিটার। চিলিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।