টিকা কার্যক্রমে সহায়তা করতে ট্রাম্পকে এগিয়ে আসার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১৫ মার্চ ২০২১

টিকা নিতে রিপাকলিকানদের উদ্বুদ্ধ করতে ট্রাম্পকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি। তিনি বলেছেন, ‘ট্রাম্প যদি এ কাজে এগিয়ে আসেন তাহলে এটি হবে ‘গেম চেঞ্জার’। কারণ তিনি (ট্রাম্প) রিপাকলিকানদের মধ্যে ব্যাপক জনপ্রিয় একজন নেতা।’

কয়েকদিন আগের এক জরিপে দেখা গেছে, পুরুষ রিপাকলিকান সাপোর্টারদের মধ্যে শতকরা ৪৯ ভাগ করোনা টিকা নিতে আগ্রহী নন। এই প্রেক্ষাপটে ফাউসির এই মন্তব্য এলো।

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডা. ফাউসি বলেছেন, ‘ট্রাম্প যদি প্রকাশ্যে এসে বলেন, ‘টিকা নাও’, তাহলে এটা আপনার, আপনার পরিবার এবং দেশের স্বাস্থ্যের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। কারণ বিরাট সংখ্যক মানুষ তার অনুসারী এবং তারা তার কথা শুনবেন।’

গতমাসে এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, ‘প্রত্যেকেই টিকা গ্রহণ করুন।’ টিকা ইস্যুতে এটিই ছিল ট্রাম্পের প্রথম প্রকাশ্য বক্তব্য।
এর আগে ট্রাম্প ব্যক্তিগতভাবে জানুয়ারি মাসে টিকা নিয়েছেন। তবে গত সপ্তাহে চার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ, বিল ক্লিনটন এবং জিমি কার্টার টিকা বিষয়ক যে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, সেখানে ট্রাম্প ছিলেন না।

করোনার আঘাতে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে ৫ লাখ ত্রিশ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় তিন কোটি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।