পশ্চিমবঙ্গেও দ্রুত বাড়ছে করোনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩ এএম, ১১ এপ্রিল ২০২১

অডিও শুনুন

 

শনিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ছিল চতুর্থ দফার ভোট। এদিন করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। এ সময়ে করোনায় মারা গেছে ১২ জন। এ নিয়ে ভারতের এ রাজ্যে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১০ হাজার ৩৯০ জনে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৭৬৩ জন।

পশ্চিমবঙ্গ রাজ্যে মোট করোনা আক্রান্ত ৬ লাখ ১০ হাজার ৪৯৮ জন।

এদিকে দৈনিক সংক্রমণে কলকাতাকে ছাড়িয়ে গেছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৩৭ জন। আর কলকাতায় এদিন নতুন করে সংক্রমণ হয়েছে ৬১৫ জনের। এদিনও রাজ্যের সবকটি জেলা থেকে এসেছে সংক্রমণের খবর।

ভারতের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্রে। করোনার বিস্তার রোধে ওই রাজ্যের সরকার একাধিক পদক্ষেপও নিয়েছে, কিন্তু হাসপাতালগুলোতে বেড না থাকায় বড় সমস্যার মধ্যে পড়েছে সেখানকার জনগণ। মহারাষ্ট্রের মতো দিল্লিতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ।

এমএইচআর/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।