ইরানে ডিসেম্বরের পর করোনায় একদিনে সর্বোচ্চ রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০২ পিএম, ১১ এপ্রিল ২০২১

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৮ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ডিসেম্বরের পর এটিই দেশটিতে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক করোনা রোগীর মৃত্যুর ঘটনা।

এর ফলে ইরানে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬৪ হাজার ৪৯০তে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইরান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ হাজার ৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট শনাক্তের সংখ্যা এখন ২০ লাখ ৭০ হাজার ১৪১ জন।

লারি বলেন, ‘দুঃখজনকভাবে গত ২৪ ঘণ্টায় ২৫৮ জন মানুষ এই ভাইরাসে মারা গেছেন।’ ডিসেম্বরের ১০ তারিখের পর এটিই ইরানে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে সতর্ক করে দিয়ে বলেন, ইরানিরা স্বাস্থ্যবিধি মেনে চলতে ব্যর্থ হলে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে।

করোনাভাইরাসের চতুর্থ ঢেউ রুখতে শনিবার ইরানের প্রায় সকল অঞ্চলে ১০ দিনের জন্য লকডাউন জারি করা হয়। দেশটির ৩১টি প্রদেশের মধ্যে ২৩টিতে এই লকডাউন আরোপ করা হয়েছে।

লকডাউনে ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, থিয়েটার ও খেলাধুলার অনুষ্ঠান বন্ধ থাকবে এবং বুধবার থেকে শুরু হওয়া পবিত্র রমজান মাসে লোকজনের জড়ো হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সাম্প্রতিক এক বক্তব্যে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘দুঃখজনকভাবে, আমরা আজ চতুর্থ ঢেউয়ে প্রবেশ করেছি।’ নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার জন্য তিনি যুক্তরাজ্যে পাওয়া ভাইরাসের ধরনটিকে দায়ী করেন যা এ বছরের শুরুর দিকে প্রতিবেশী ইরাক থেকে ইরানে ছড়িয়ে পড়েছে।

এমকে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।