সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ১১ এপ্রিল ২০২১
প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
মিয়ানমারে একদিনের অভিযানে ৮০ জনের বেশি নিহত
মিয়ানমারের বাগো শহরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মরদেহ সরিয়ে ফেলেছে সেনাবাহিনীর সদস্যরা। সেকারণে হতাহতের প্রকৃত সংখ্যা হয়তো কখনোই জানা যাবে না। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, সৈন্যরা ভারী অস্ত্র ব্যবহার করেছিল এবং এলোপাতাড়ি গুলি চালিয়েছে
ভারতে চার দিনের টিকা উৎসব শুরু
ভারতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা গড়ে লাখ ছাড়িয়েছে। এই সংক্রমণের বিরুদ্ধে লড়তে রোববার (১১ এপ্রিল) থেকে দেশটিতে শুরু হচ্ছে চার দিনের ‘টিকা উৎসব’। সর্বোচ্চ সংখ্যক উপযুক্ত ব্যক্তিকে টিকা দেয়াই হল এই অভিযানের লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে এই বিশেষ টিকাদান অভিযান শুরু হবে। টিকা উৎসব চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৭, ধসে পড়েছে শতাধিক ভবন
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর। এছাড়া ভূমিকম্প কবলিত বেশ কয়েকটি শহরের শতাধিক ভবন ধসে পড়েছে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য জানিয়েছে। শনিবার (১০ এপ্রিল) দেশটির পূর্ব জাভা, বালি দ্বীপসহ বেশ কয়েকটি প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬।
উত্তরপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে লরি খাদে, নিহত ১০
ভারতের উত্তরপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই লরি খাদে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। শনিবার (১০ এপ্রিল) প্রদেশের এটাহ জেলায় এ দুর্ঘটনা ঘটে।
আফ্রিকান ধরন প্রতিরোধে ততটা কার্যকর নয় ফাইজারের ভ্যাকসিন
কিছু কিছু ক্ষেত্রে ফাইজারের ভ্যাকসিনের কার্যকারিতাও ধ্বংস করতে পারে করোনাভাইরাসের নতুন দ. আফ্রিকান ধরন। সম্প্রতি ইসরায়েলি একটি গবেষণায় এ তথ্য জানা যায়। গবেষণায় দেখা গেছে, দুই ডোজ টিকা নিয়েও দক্ষিণ আফ্রিকান এই ধরনটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে ফাইজারের ভ্যাকসিন। যদিও এটা এখনও পরিষ্কার নয় যে এর ফলে ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু হারায়।
মহাকাশে প্রথম আরব নারী পাঠাচ্ছে আমিরাত
সংযুক্ত আরব আমিরাত মহাকাশচারী হিসেবে প্রশিক্ষণ দেয়ার জন্য একজন নারীকে নির্বাচিত করেছে। বিশ্বে প্রথমবারের মতো কোনো আরব নারীকে এমন অভিযানের জন্য নির্বাচিত করা হলো। আমিরাতি নাগরিক নোরা আল-মাতরুশির বয়স ২৭ বছর। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষে বর্তমানে আবু ধাবির জাতীয় পেট্রোলিয়াম নির্মান কোম্পানিতে কর্মরত আছেন। তিনি নাসার ২০২১ সালের ‘অ্যাস্ট্রোনট ক্যান্ডিডেট’ ক্লাসে অংশগ্রহণ করবেন।
গ্রিসে সাংবাদিককে গুলি করে হত্যা
গ্রিসের প্রবীণ সাংবাদিক জর্জোস কারাইভাজকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস। দীর্ঘদিন ধরেই অপরাধ বিষয়ক সাংবাদিকতায় দায়িত্ব পালন করেছেন কারাভাজ। জর্জোস কারাইভাজকে কমপক্ষে ৬ বার আঘাত করা হয়েছে। এথেন্সে তার বাড়ির বাইরে দু'জন তার ওপর হামলা চালিয়েছে বলে জানা যায়।
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার প্রতিশ্রুতি দিল ইসরায়েল
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ। ওয়াশিংটন ইরানের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি করলে তাতে ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। রোববার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে সাক্ষাতের পর বেনি গ্যান্টজ বলেন, ‘শুধু ইরানের ব্যাপারেই নয়, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সকল অপারেশন থিয়েটারে এক পূর্ণ অংশীদার হিসেবে দেখে।’
রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই তুরস্কে ইউক্রেনের প্রেসিডেন্ট
তুরস্ক সফরে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যখন সামরিক উত্তেজনা চলছে তখন তুরস্কের ইস্তাম্বুল শহরে জেলেনস্কি এবং এরদোগানের মধ্যে বৈঠক হলো। রুশপন্থী গেরিলাদের নিয়ন্ত্রণে থাকা নিয়ে দনবাস এলাকা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইউক্রেনের পূর্ব সীমান্তের কাছে রাশিয়ার সামরিক উপস্থিতি জোরদার করছে। এছাড়া কিয়েভকে পূর্ণাঙ্গ যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে মস্কো।
ইরানে ডিসেম্বরের পর করোনায় একদিনে সর্বোচ্চ রোগীর মৃত্যু
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৮ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ডিসেম্বরের পর এটিই দেশটিতে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক করোনা রোগীর মৃত্যুর ঘটনা। এর ফলে ইরানে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬৪ হাজার ৪৯০তে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইরান।
এমকে/এমকেএইচ