একাধিক হাসপাতালে ঘুরেও বেড না পেয়ে করোনা আক্রান্ত নারীর আত্মহত্যা
ভারতের অন্যান্য এলাকার মতো মহারাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। হাসপাতালে মিলছে না বেড। এমন পরিস্থিতিতে একাধিক হাসপাতালে ঘুরেও ভর্তি হতে পারেননি কোভিড-১৯ আক্রান্ত এক নারী। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, হাসপাতালে সিট না পেয়ে আত্মহত্যা করেছেন ৩৩ বছর বয়সী ওই নারী।
শনিবার (১৭ এপ্রিল) পুনেতে ঘটনাটি ঘটে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। মৃতের স্বামীর বরাত দিয়ে এতে আরও বলা হয়, আত্মহননের আগে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সে কারণেই এমন সিদ্ধান্ত নেন।
জানা গেছে, সম্প্রতি ওই নারীর শ্বাসকষ্ট ও কাশি শুরু হয়। হাসপাতালে গিয়ে ১২ এপ্রিল করোনা পরীক্ষা করালে রেজাল্ট পজিটিভ আসে। তাকে নিয়ে তার স্বামী একের পর এক হাসপাতালে ঘুরতে থাকেন। কিন্তু কোথাও বেড পাননি তারা। প্রতিবারই তাদের হতাশ হয়ে ফিরতে হয়েছে।
ওই নারীর স্বামী জানান, স্ত্রীর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। কিন্তু হাসপাতালগুলোতে সে কথা বলেও বেড পাওয়া যায়নি। ফলে দিন দিন মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তার স্ত্রী।
এ ঘটনায় স্থানীয় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেছে।
এসএস