করোনায় ভাই হারালেন মমতা
করোনাভাইরাসে মারা গেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মেজো ভাই অসীম ব্যানার্জী। করোনা আক্রান্ত হয়ে এক মাস ধরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার (১৫) সকালে হাসপাতালেই তার মৃত্যু হয়।
পরিবারের বরাতে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, করোনা সুরক্ষাবিধি মেনে দুপুরে কলকাতার নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। অসীম ব্যানার্জী পরিচিতদের মধ্যে কালী ব্যানার্জী হিসেবে পরিচিত ছিলেন। কলকাতার কালীঘাটে একই বাড়িতে থাকতেন মমতা ব্যানার্জী ও অসীম।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক মাসে অসীম ব্যানার্জীর স্বাস্থ্যের কখনও উন্নতি আবার কখনও অবনতি হয়েছে। অবশেষে আজ তিনি হার মানলেন করোনার কাছে।
ইএ/এমকেএইচ