করোনা টিকা নেয়া বিশ্বের প্রথম পুরুষের বিদায়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২৮ মে ২০২১

গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয়, আর পুরুষ জাতির মধ্যে প্রথম করোনাভাইরাসরোধী টিকা নেয়া উইলিয়াম শেক্সপিয়ার মারা গেছেন। করোনা নয়, তিনি হার মেনেছেন মূলত বয়সের কাছে। গত বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন ৮১ বছর বয়সী এই ব্রিটিশ নাগরিক।

বিবিসির খবর অনুসারে, গত বছরের ডিসেম্বরে কভেন্ট্রি ইউনিভার্সিটি হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন শেক্সপিয়ার। তার আগে বিশ্বের প্রথম মানুষ হিসেবে করোনা টিকা গ্রহণ করেন ৯১ বছর বয়সী নারী মার্গারেট কীনান।

শেক্সপিয়ার দীর্ঘ তিন দশক অ্যালেসলের স্থানীয় প্রশাসনে কাজ করেছেন। চাকরি করেছেন রোল-রয়েসের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে। একসময় প্যারিশ কাউন্সিলর হিসেবেও দায়িত্বপালন করেছেন তিনি।

Shakespeare-2.jpg

বৃদ্ধ শেক্সপিয়ার স্ট্রোক করে মারা গেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তার স্মৃতিচারণ করে স্ত্রী জয় শেক্সপিয়ার বলেন, বিশ্বের প্রথম টিকাগ্রহণকারীদের মধ্যে একজন হওয়ার সুযোগ পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন বিল (শেক্সপিয়ার)। এর জন্য প্রচণ্ড গর্ববোধ করতেন। তিনি প্রায়ই মানুষের সঙ্গে এ নিয়ে কথা বলতেন এবং সবসময় সবাইকে টিকা নিতে উৎসাহ দিতেন।

জয়ের মতে, সবাই করোনা টিকা নেয়াই হবে শেক্সপিয়ারকে সম্মান জানানোর সবচেয়ে ভালো উপায়।

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।