মালদ্বীপে করোনায় নতুন আক্রান্ত ৫৯০, মৃত ৫

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশিত: ০১:১০ এএম, ০৬ জুন ২০২১

গত ২৪ ঘণ্টায় মালদ্বীপে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫৯০ জন । তাদের মধ্যে রাজধানী মালেতে আক্রান্ত হয়েছে ৩৮৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত মালদ্বীপে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৫৩৮ জন।

শনিবার (৫ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় মালদ্বীপের স্বাস্থ্য সুরক্ষা সংস্থার নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬০৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৭৩৩জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যুবরণ করেছেন ৫ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১৮২ জন।

মালদ্বীপে এখন সক্রিয় করোনা রোগী ২০ হাজার ১৪ জন। তাদের মধ্যে ১৯১ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।