মালদ্বীপে করোনায় নতুন আক্রান্ত ৫৯০, মৃত ৫
গত ২৪ ঘণ্টায় মালদ্বীপে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫৯০ জন । তাদের মধ্যে রাজধানী মালেতে আক্রান্ত হয়েছে ৩৮৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত মালদ্বীপে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৫৩৮ জন।
শনিবার (৫ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় মালদ্বীপের স্বাস্থ্য সুরক্ষা সংস্থার নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬০৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৭৩৩জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যুবরণ করেছেন ৫ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১৮২ জন।
মালদ্বীপে এখন সক্রিয় করোনা রোগী ২০ হাজার ১৪ জন। তাদের মধ্যে ১৯১ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এসএস