যুক্তরাষ্ট্র সীমান্তে নিষেধাজ্ঞা ২১ জুলাই পর্যন্ত বাড়াচ্ছে কানাডা
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থল সীমান্তে অপ্রয়োজনীয় ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়াচ্ছে কানাডা। খবর : রয়টার্স।
এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে অপ্রয়োজনীয় যাতায়াত রোধে পুনরায় সীমানা চালু করতে তাড়াহুড়ো করবে না।
অন্যদিকে হোয়াইট হাউস বলেছে, কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমানা কখন বা কীভাবে পুনরায় চালু করা যায়, তার সিদ্ধান্ত এখনও আসেনি। তবে তারা বিষয়টি নিয়ে তৎপর রয়েছে।
মহামারির কারণে বর্তমানে কানাডা-যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ রয়েছে। যদিও নাগরিক এবং স্থায়ী বাসিন্দারা কানাডায় প্রবেশের অনুমতি পেয়েছেন। গত মাসে করোনা পরীক্ষা এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে ভ্রমণ পুনরায় শুরু করার জন্য নির্দেশিকা তৈরি করেছিল ফেডারেল প্যানেল।
দুদেশের সীমান্তে বিধিনিষেধের মেয়াদ ২১ জুন শেষ হওয়ার কথা ছিল। সেটি আরও একদফা বাড়ল।
তবে যারা করোনার দুই ডোজ টিকা পেয়েছেন তারাই ভ্রমণের বিধিনিষেধের বাইরে থাকবেন।
এমএইচআর/এএসএম