ফ্লোরিডায় হাসপাতালে রেকর্ড সংখ্যক করোনা রোগী
যুক্তরাষ্ট্রে করোনার তৃতীয় ঢেউ হানা দিয়েছে। এরইমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যের পরিস্থিতি খারাপের দিকে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের হাসপাতালগুলোতে উপচেপড়া ভিড়। বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, ফ্লোরিডার হাসপাতালগুলোতে রেকর্ড সংখ্যক করোনা রোগী ভর্তি হয়েছে। বিবিসির খবরে এসব তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, ফ্লোরিডার ১১ হাজার ৫১৫ জন বাসিন্দা এখন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে বেশিরভাগ রোগীই তরুণ। করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এবারই ব্যতিক্রম চিত্র বলছেন চিকিৎসকরা।
গত শনিবার ফ্লোরিডায় দৈনিক সংক্রমণ রেকর্ড সংখ্যক ছাড়িয়েছে। গত সপ্তাহ ধরে ফ্লোরিডা বা টেক্সাসে তিন জনে একজন নতুন করে আক্রান্ত হচ্ছেন বলে জানা গেছে।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৯৫ লাখ ৯২ হাজার ৮৯৮। এর মধ্যে মারা গেছে ৪২ লাখ ৪৮ হাজার ৭৮৫ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৮২ হাজার ৩শ জন।
এখন পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে তিন কোটি ৫৮ লাখ ৯৫ হাজার ৯৮০ জন। এদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ২৯ হাজার ৮৬২ জন। তবে সুস্থ হয়েছে উঠেছেন দুই কোটি ৯৭ লাখ ১৭ হাজার ৫৩৭ জন।
তবে যুক্তরাওষ্ট্রে চলছে টিকাদান কার্যক্রমও। যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ মানুষ এক ডোজ করে ভ্যাকসিন নিয়েছেন এ পর্যন্ত। গত ৪ জুলাই স্বাধীনতা দিবসে মাইলিস্টোন ছুঁয়েছে করোনার টিকাদান কার্যক্রম, এমন আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির অর্ধেক মানুষ পুরোপুরি ভ্যাকসিন নিয়েছেন। কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টে ছড়িয়ে পড়ার কারণে আবারও পরিস্থিতি এখন বেগতিক। সেকারণে মাস্ক পড়াসহ সবধরনের সচেতনতার আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্যবিভাগ।
এসএনআর/এমকেএইচ