করোনা থেকে সুস্থ সাড়ে ১৮ কোটি
অডিও শুনুন
বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সাত লাখ ১৬ হাজার ৫৩৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ছয় লাখ এক হাজার ৩৯২ জন।
শুক্রবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৬২ লাখ ২৯ হাজার ৪৪৯ জন। এরমধ্যে মারা গেছেন ৪৩ লাখ ৪৭ হাজার ৮৮৮ জন। তবে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৫০ লাখ ৭৬ হাজার ৮৬৮ জন।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা তিন কোটি ৭২ লাখ তিন হাজার ৬৪৯। এরমধ্যে মারা গেছেন ছয় লাখ ৩৬ হাজার ২৯৮ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৯৭ হাজার ৮৯৮ জন।
সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ২১ লাখ ১৭ হাজার ৫২ জন। এরমধ্যে মারা গেছেন চার লাখ ৩০ হাজার ২৮৫ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ১২ লাখ ৯৪ হাজার ৩১৮ জন।
তালিকায় তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি দুই লাখ ৮৫ হাজার ৬৭। এরমধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৬৬ হাজার ৯৮৮ জন এবং সুস্থ হয়ে উঠেছের এক কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১ জন।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এর পরেই রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইতালি, ইরান, জার্মানি, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন, পেরু, নেদারল্যান্ডস, ইরাক, ফিলিপাইনের মতো দেশগুলো।
তালিকায় ২৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জন। অপরদিকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ হাজার ৬১৩ জন। আর করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।
এএএইচ/এমএস