পাকিস্তানে যুবকের শিরশ্ছেদ


প্রকাশিত: ০৯:৫১ এএম, ১৫ নভেম্বর ২০১৪

পাকিস্তানের খাইবার এজেন্সিতে জনসম্মুখে এক আদিবাসী যুবকের শিরশ্ছেদ করেছে বিদ্রোহীরা। নিরাপত্তা রক্ষীদের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিরাহ ভ্যালির মেহরাবান কালাই এলাকায় শুক্রবার ওই যুবকের শিরশ্ছেদ করা হয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, শিরশ্ছেদ করার পর ওই যুবকের লাশ স্থানীয় বাজারে নিয়ে আসা হয়। বিদ্রোহীরা লাশ সন্ধ্যার আগে না সরানোর জন্য স্থানীয়দের নির্দেশ দেয়।

মেহরাবান কালাই ও আশপাশের এলাকা নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রণ করে। তবে কয়েকটি এলাকায় লস্কর-ই-ইসলামেরও প্রভাব রয়েছে। - ডন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।