পশ্চিমবঙ্গে ফের করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী
অডিও শুনুন
ভারতের পশ্চিমবঙ্গে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। যদিও গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন সংক্রমিতের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। রাজ্যজুড়ে সংক্রমণের দৈনিক হার ঊর্ধ্বমুখী হয়েছে। যদিও কোভিডে মৃতের সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের কম-বেশি প্রায় সব জেলায় নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।
বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত বুলেটিনে এসব তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০৮ জন। এর মধ্যে উত্তর ২৪ পরগনা ও কলকাতায় ৮৯ জনের কোভিডের সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া হাওড়ায় ৫৭ জন, দার্জিলিংয়ে ৫৪ জন, পূর্ব মেদিনীপুর ৫২ জন ও দক্ষিণ ২৪ পরগনায় ৪৯ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ১৫ লাখ ৪৪ হাজার ৮১৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এই মুহূর্তে সক্রিয় রোগী রয়েছেন নয় হাজার ১৮৫ জন।
একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় ২ জন করে রোগী মারা গেছেন। এছাড়া কালিম্পং, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনায় একজন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতার কোনো রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে রাজ্যে এখন পর্যন্ত ১৮ হাজার ৩৯৩ জন এই মহামারিতে প্রাণ হারিয়েছেন।
স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, দৈনিক কোভিড পরীক্ষার সংখ্যা আগের থেকে বেড়ে হয়েছে ৪২ হাজার ৭৬৪টি। সংক্রমণের হার বেড়ে হয়েছে এক দশমিক ৪৩ শতাংশ।
এআরএ