মোদীর জন্মদিনে রেকর্ড ২ কোটি টিকা দিলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১
ছবি: হিন্দুস্তান টাইমস থেকে সংগৃহীত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিনে রেকর্ড সংখ্যক দুই কোটির বেশি টিকা দিয়েছে ভারত। এটাই একদিনে দেশটিতে সর্বোচ্চ টিকার প্রয়োগ। এর আগে গত ২৭ আগস্ট দেশটিতে রেকর্ড এক কোটি ৩০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়। শুক্রবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। খবর বিবিসির।

ভারত ২০২১ সালের মধ্যে টিকাদানে যোগ্য সব ভারতীয়কে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে তাদের এই টিকাদান কর্মসূচির বর্তমান অগ্রগতি ধরে রাখতে হবে। দেশটিতে এখন পর্যন্ত অনুমোদিত তিন টিকার মোট ৭৮.৭ কোটি
ডোজ প্রয়োগ করা হয়েছে।

সরকারি তথ্য বলছে, টিকাদানে যোগ্য জনসংখ্যার অর্ধেকেরও বেশি প্রায় ৫৮.৮ কোটি মানুষ অন্তত করোনার টিকার এক ডোজ গ্রহণ করেছেন। বাকি ১৯.৫ কোটি মানুষ দুই ডোজ নিয়েছেন।

jagonews24

তবে, জানুয়ারিতে গণটিকা কর্মসূচি শুরু হওয়ার পর দেশটির মাত্র ২০ শতাংশ প্রাপ্তবয়স্ক টিকার দুই ডোজ গ্রহণ করেছেন। এছাড়াও দেশটির ধনী ও বড় রাজ্যগুলোর তুলনায় গরিব ও ছোট রাজ্যগুলোতে টিকা প্রয়োগে বৈষম্য রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, জুলাই মাসে ভারত গড়ে প্রতিদিন ৪৩ লাখ ডোজ টিকা দিয়েছে, যা আগস্টে বেড়ে হয়েছে প্রায় ৬০ লাখ। এছাড়া সেপ্টেম্বরে তারা প্রতিদিন গড়ে ৭৪ লাখ ডোজ টিকা দিচ্ছে।

ভারতে এখন পর্যন্ত তিন কোটি ৩০ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। সংক্রমণের দিক থেকে যা বিশ্বে দ্বিতীয়। এছাড়া যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর দেশটিতে করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে, চার লাখ ৪০ হাজারের বেশি।

এআরএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।