ভারতে আরও ২৮১ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৬৬২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২১
ছবি : সংগৃহীত

পরপর তিনদিন ৩০ হাজার ছাড়ালো ভারতের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৬৬২ জন। যা আগের ২৪ ঘণ্টার তুলনায় প্রায় এক হাজার বেশি। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৩৪ লাখ ১৭ হাজার ৩৯০ জনে।

তবে আক্রান্ত বাড়লেও কমেছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৮১ জনের। এ নিয়ে ভারতে করোনা মোট প্রাণ কেড়ে নিয়েছে চার লাখ ৪৪ হাজার ৫২৯ জনের।

শনিবার (১৮ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

ভারতে সংক্রমণ বৃদ্ধিতে গত ২৪ ঘণ্টায় বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। প্রায় দেড় হাজার রোগী বেড়ে এখন সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬৩৯ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কেরালায় ১৩১ জনের। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৬৭ জনের। কর্নাটকে ১৮ এবং তামিলনাড়ুতে ১৭ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া বাকি সব রাজ্যেই মৃত্যু ১০-এর নিচে রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, কেরালায় সপ্তাহের শুরুতে দৈনিক আক্রান্ত নেমেছিল ১৫ হাজারের আশপাশে। কিন্তু গত দু’দিন ধরে তা আবারও ২০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২৬০ জন। মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৫৮৬ জন। এরপর তামিলনাড়ুতে এক হাজার ৬৬৯ জন, অন্ধ্রপ্রদেশে এক হাজার ৩৯৩ জন, কর্নাটকে এক হাজার তিনজন আক্রান্ত হয়েছেন। তবে মিজোরামের পরিস্থিতি এখনো লাগামহীন। ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৭৬ জন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।