৮০ আফগান শরণার্থী আশ্রয় পেলো পর্তুগালে

মনির হোসেন
মনির হোসেন মনির হোসেন , পর্তুগাল প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৪ এএম, ২১ সেপ্টেম্বর ২০২১

আফগানিস্তান তালেবানের দখলে চলে যাওয়ায় মরিয়া হয়ে দেশ ছাড়ছেন দেশটির নাগরিকরা। দেশের সাধারণ জনগণ নিরাপদ জীবনের প্রত্যাশায় জীবনের ঝুঁকি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। এরই মধ্যে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত এবং ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী শিবিরে স্থান পাচ্ছেন আফগানিস্তানের নাগরিকরা।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় ইউরোপের দক্ষিণ-পশ্চিমের দেশ পর্তুগাল ৮০ জন আফগান নাগরিককে শরণার্থী শিবিরে আশ্রয় দিয়েছে। এর আনুষ্ঠানিকতা রোববার রাতে লিসবনের হামবের্তো ডেলগাদা বিমানবন্দরে সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে পর্তুগাল অভিবাসী সীমান্ত-সেবার (এসইএফ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানানো হয়, আমরা রোববার রাতে ৮০ জন পুরুষ, নারী এবং শিশুদের আফগান শরণার্থীর একটি দল লিসবন বিমানবন্দরে গ্রহণ করেছি। এ সময় শরনার্থীদের পর্যবেক্ষণ, সীমান্ত নিয়ন্ত্রণ, বিশেষ ভিসা প্রদান, বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য প্রায় ২০ জন (এসইএফ) কর্মকর্তা উপস্থিত ছিলেন।

হামবার্তো ডেলগাদা বিমানবন্দরে এ পুরো দলটির প্রতিনিধিত্ব করেন লেফটেন্যান্ট জেনারেল বোতেলহো মিগুয়েল এবং লিসবনের সীমান্ত পরিচালক আইসি মারিয়া জোসে রিবেইরো।

এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।