করোনা মোকাবিলায় আরও ৬০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২১ ডিসেম্বর ২০২১

করোনাভাইরাস মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও প্রায় ৬০ কোটি মার্কিন ডলার দেওয়া ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে সাতটি সংস্থায় দেশটির সহায়তার পরিমাণ দাঁড়ালো প্রায় দুই হাজার কোটি ডলারে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ তথ্য জানিয়েছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়েছে দেশে দেশে। তাই এটিকে মোকাবিলায় ও মহামারি শেষ করতে আমাদের সবার চেষ্টাকে আরও ত্বরান্বিত করতে হবে। আমরা কেউই নিরাপদ নই যতক্ষণ না পর্যন্ত সবাই নিরাপদ হবো।

এদিকে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম কোনো এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে আজ। টেক্সাস অঙ্গরাজ্যের ওই ব্যক্তি করোনার টিকা নেননি বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ওমিক্রনে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ বছর। তিনি করোনার টিকা গ্রহণ করেননি এবং শারীরিক জটিলতায় ভুগছিলেন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন পাঁচ কোটি ২০ লাখ ৫৮ হাজার ২৩৪ জন। তাদের মধ্যে মারা গেছেন আট লাখ ২৮ হাজার ৮৩৬ জন। আর করোনা থেকে সেরে উঠেছেন চার কোটি পাঁচ লাখ ১৯ হাজার ৪৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৩ লাখ ৭৬ হাজার ৪১৬ জনের। মহামারি শুরুর পর এখন পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২৭ কোটি ৫৭ লাখ ৭৬ হাজার ৯২ জন। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার ৭৬০ জন।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।