আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৪৫
আফগানিস্তানে একটি ভলিবল টুর্নামেন্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকটিকায় রবিবারের এ হামলায় আহত হয়েছে অন্তত ৫০ জন। হামলায় আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রাদেশিক প্রাশসনের বরাত দিয়ে এ খবর দিয়েছে এনডিটিভি ও বিবিসি। পাকটিকা প্রশাসনের মুখপাত্র মোখিস আফগান বলেন, পাকিস্তান সীমান্তে ইয়াহিয়াখাইল এলাকায় রবিবার বিকেলে এ বোমা হামলার ঘটনা ঘটে। ভলিবল খেলার দর্শকদের ভিড়ে আত্মঘাতী এ হামলা চালানো হয়।তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ বা কোনো সংগঠন স্বীকার করেনি। তবে সন্দেহের তীর তালেবানের দিকে।