ইয়েমেনে মার্কিন ৮ অপহৃত মুক্ত
ইয়েমেনের সেনাবাহিনী মার্কিন এক উপদেষ্টাসহ আট অপহৃতকে উদ্ধার করেছে। বাকি সাতজন ইয়েমেনের নাগরিক। সোমবার রাতভর এক বিশেষ অভিযানে তাদের উদ্ধার করা হয়। অভিযানে সাত আল কায়েদা যোদ্ধা নিহত ও এক সেনা সদস্য সামান্য আহত হয়েছে।
দেশটির সর্বোচ্চ নিরাপত্তা কমিটির বরাত দিয়ে মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা নিউজ এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, দক্ষিণ ইয়েমেনের লাহিজ প্রদেশ থেকে তাদের অপহরণ করা হয়। ইয়েমেন সরকারের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মুক্ত যুক্তরাষ্ট্রের নাগরিক একজন সামরিক উপদেষ্টা। তিনি লাহিজ প্রদেশের আল-আনাদ বিমানঘাঁটিতে কাজ করতেন।
সূত্র জানায়, ওই বিমানঘাঁটির কাছেই বিশেষ অভিযান চালানো হয়। তবে কখন ওই আটজনকে অপহরণ করা হয় তা জানানো হয়নি। ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত মার্কিন দূতাবাস এ খবরের ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইয়েমেনে অপহরণের ঘটনা একটি সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। দেশটির আল কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহী ও উপজাতীয়রা প্রায় অপহরণের ঘটনা ঘটিয়ে চাঁদা আদায় কিংবা সরকারের কাছ থেকে সুবিধা আদায় করে থাকে।
মনে করা হয়, ২০১৩ সালের মে মাসে দেশটিতে দক্ষিণ আফ্রিকার এক শিক্ষক এবং ২০১২ সালে অ্যাডেন বন্দর থেকে এক সৌদি কর্মকর্তাকে অপহরণ করা হয়। এছাড়া ২০১৩ সালের জুলাই মাসে সানা থেকে এক ইরানি কর্মকর্তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ রয়েছে। - বিবিসি/রয়টার্স