করোনায় আরও ৫৪০ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ২৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ১৩ জুন ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫৪০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ২৩ হাজার ৩৯৪ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৩ লাখ ৮০ হাজার ৭৭৫ জন।

এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৩১ হাজার ৪৩০ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি ৪ লাখ ৮৭ হাজার ৯৫০ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫১ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৮৪৪ জন।

সোমবার (১৩ জুন) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ হাজার ২৮৪ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ৭৩ লাখ ২১ হাজার ৭০৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৩৫ হাজার ৮৪৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন আট কোটি ৩১ লাখ ৫৯ হাজার ৭৯২ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ফ্রান্সে, ৭৯ হাজার ৩৯৭ জন। এ সময়ে সবেচেয়ে বেশি ১৬৩ জন মারা গেছে তাইওয়ানে।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৪৩ জন, রাশিয়ায় ৬৫ জন এবং মেক্সিকোতে ৪২ জন।

এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে ২৪ ঘণ্টায় দেশে ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।