করোনায় আরও ৮১৬ মৃত্যু, শনাক্ত ৫ লাখ ৭৯ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০১ আগস্ট ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৮১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ২৫৮ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৫ হাজার ১৬৭ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ১৯ হাজার ৮৩৩ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৪৮৫ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৫ কোটি ২৩ লাখ ২৯ হাজার ৫৮৭ জন।

সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ২ লাখ ১২ হাজার ৯৬০ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯১ জন। এ সময়ে সবচেয়ে বেশি ১০৯ জন মারা গেছেন মেক্সিকোতে। এই ২৪ ঘণ্টায় দেশটিতে ১৯ হাজার ৩৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১২ হাজার ৩৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ১৯৫ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৫৫ হাজার ৫৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন আট কোটি ৮২ লাখ ১৫ হাজার ৮ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৪১ জন, ইতালিতে ৮৩ জন, অস্ট্রেলিয়ায় ৪১ জন, ইরানে ৬১ জন, পেরুতে ৭৬ জন এবং তাইওয়ানে ৩৪ জন মারা গেছেন।

এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৯১ জনে। এসময়ে রোগী শনাক্ত হয়েছে ৩৬৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫ হাজার ২৫৭ জনে।

এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।